চার সন্তান হত্যার দায় থেকে ‘দুর্ভাগা’ মাকে বাঁচাতে পারে বিজ্ঞান
ক্যাথলিন ফলবিগ একজন মা। একে একে জন্ম দিয়েছিলেন চারটি সন্তান। কিন্তু তাদের সবারই মৃত্যু হয় ১০ বছরের ব্যবধানে। এই শোকে যখন বুকজুড়ে হাহাকার, তখনই তাঁর মাথার ওপর চেপে বসে চার সন্তানকে হত্যার অভিযোগ। আদালতে দোষীও সাব্যস্ত হন, দেওয়া হয় ৩০ বছরের কারাদণ্ড। এরপর কেটে গেছে ১৮টি বছর।
এখন জানা যাচ্ছে, তিনি সম্ভবত নিরপরাধ। বিজ্ঞানই হয়তো তাঁকে সন্তান হত্যার দায় থেকে মুক্তি দিতে যাচ্ছে।ক্যাথলিন ফলবিগ অস্ট্রেলিয়ার নাগরিক। নিউ সাউথওয়েলস (এনএসডব্লিউ) অঞ্চলের হান্টার ভ্যালি এলাকার বাসিন্দা তিনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অভিযোগ
- বিজ্ঞান
- সন্তান হত্যা