এয়ার ফোর্স ওয়ানের ঘাঁটিতে ভবঘুরের পাঁচ ঘণ্টা
বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্টের উড়োজাহাজ রাখা থাকে যেখানে, সেখানেই কিনা ঢুকে পড়ল এক ভবঘুরে। শুধু তা–ই নয়, পাঁচ ঘণ্টা ধরে সেখানে ঘুরেও বেড়িয়েছেন তিনি। গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানের ঘাঁটিতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার মার্কিন এয়ার ফোর্স বিষয়টি স্বীকার করে। খবর এএফপির।
এক প্রতিবেদনে দ্য এয়ার ফোর্সের ইন্সপেক্টর জেনারেল সামি সাইদ বলেন, গত ৪ ফেব্রুয়ারি একজন অবৈধ অনুপ্রবেশকারী জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে ঢুকে পড়েন। সেখানে টার্মাকে রাখা একটি সি–৪০ পরিবহন উড়োজাহাজে উঠে পড়েন তিনি। তবে তিনি প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান বা প্রতিরক্ষামন্ত্রীর বোয়িং ৭৪৭ উড়োজাহাজের দিকে যাননি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- উড়োজাহাজ
- এয়ারফোর্স ওয়ান