সৈয়দপুরে বন্ধ ৫ পাটকল, ১৫ হাজার শ্রমিক বেকার
নীলফামারীর সৈয়দপুরের ছয়টি বেসরকারি পাটকলের মধ্যে পাঁচটিরই উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে বেকার হয়ে পড়েছেন এসব মিলের প্রায় ১৫ হাজার শ্রমিক।
পাটকলমালিকেরা বলছেন, স্থানীয় বাজারে কাঁচা পাটের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। অথচ উৎপাদিত পণ্যের দাম বাড়েনি। এ কারণে মিলগুলো বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। তাই কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মিলমালিকেরা। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা সৈয়দপুরের ছয়টি পাটকল হলো ইকু জুট প্রসেস, পোদ্দার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, এনবি জুট মিলস, রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, আফজাল জুট মিলস ও সেলিম জুট মিলস।