কোনো সন্দেহ নেই মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টি ক্ষমতার দ্বারা দূষিত হয়েছে। দলটির নেতৃত্ব ডোনাল্ড ট্রাম্পকে তাঁর অপকর্ম এবং অপ-আচরণের জন্য কিছু বলেনি; তাঁর ধূর্ত রাজনীতি, তাঁর নিষ্ঠুরতা, তাঁর মিথ্যাচার এবং তাঁর কন্সপিরেসি থিওরির জন্যও কিছু বলেনি তারা।
যতক্ষণ না সিনেট রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনযোগ্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত করতে অস্বীকার করেন ততক্ষণ ভোটারদের অপেক্ষা করতে হয়েছে। সিনেট রিপাবলিকানদের নেতা মিজ ম্যাককনেল হয়তো ক্ষমতার কাছে সত্য উচ্চারণ করবেন। রিপাবলিকান পার্টির মূল বিশ্বাস নিয়ে কোনো সাংঘর্ষিক দ্বন্দ্ব ছিল কি না অথবা রিপাবলিকানরা এর জন্য লড়ার সাহস ও মনোবল ধারণ করে কি না—প্রশ্নটি তখনো এমন ছিল না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.