![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F97035c27-6a42-4979-bed4-a8403077585a%252FGAZIPUR_DH0716_20210312_SREEPUR_KAPASIA_GRASS1_JPG.JPG%3Frect%3D0%252C68%252C3495%252C1835%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কাপাসিয়ার আমরাইদ বাজারে প্রতিদিন বিক্রি হবে ঘাস
গ্রামের খামারিরা তাঁদের উৎপাদিত নেপিয়ার পারচং-১ জাতের উন্নত ঘাস বিক্রির জন্য একটি নির্দিষ্ট স্থান পেয়েছেন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারে এখন প্রতিদিন বিক্রি হবে ঘাস। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাজারের আনুষ্ঠানিক কার্যক্রম।
সমতলভূমিতে থাকা অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমানের উন্নয়নের জন্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ও স্থানীয় সাংসদ সিমিন হোসেনের পরিকল্পনায় বাজার ব্যবস্থাপনা করছে কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। বৃহস্পতিবার বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ। এ দিন থেকে প্রতিদিন সকাল ৮টায় শুরু হয়ে বাজার চলবে দুপুর ১২টা পর্যন্ত।