ভোটমুখী বঙ্গে ক্রমেই চড়ছে তাপমাত্রার পারদ

এইসময় (ভারত) আলিপুর আবহাওয়া সেন্টার, কলকাতা প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ০৯:১৫

আংশিক মেঘলা আকাশ থাকলেও, বৃষ্টির দেখা আজই মিলবে কি না তা নিশ্চিত করে বলতে পারছে না হাওয়া অফিস। তবে সম্ভবনা উড়িয়েও দেওয়া যাচ্ছে না। তাপমাত্রার পারদ গতকালের থেকে কিছুটা নামলেও তা সাময়িক। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রির কাছাকাছি। আর শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস,সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯৪ এবং ৬২ শতাংশ। বছরের তৃতীয় মাসেই গলদঘর্ম অবস্থা শহরবাসীর। যা নিয়ে উদ্বিগ্ন সকলেই। শুষ্ক ও গরম আবহাওয়ায় বাড়বে কষ্ট। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও