![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/italy-267499-268431.jpg)
ইতালিতে বৈধ অধিবাসী হতে ১৮ হাজারের বেশি বাংলাদেশির আবেদন
করোনা মহামারিতে ইতালির ভেঙে পড়া অর্থনীতিতে কাজ হারিয়েছেন লাখ লাখ মানুষ। এরমধ্যেই দেশটিতে বৈধ হওয়ার অপেক্ষায় রয়েছেন হাজার হাজার অভিবাসী। যাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ১৮ হাজারের বেশি।
লাখো বাংলাদেশির স্বপ্নের ইউরোপ। এরমধ্যে সহজে বৈধতা পাওয়া যায় ইতালিতে। কিন্তু গত একবছর ধরে করোনায় বিপর্যস্ত দেশটির অর্থনীতি। শত প্রতিকূলতার মধ্যেও দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধকরণ ও বিদেশ থেকে স্পন্সরের মাধ্যমে ইতালিতে শ্রমিক নিয়োগ উদ্যোগ খুবই প্রশংসনীয়।