দেখতে ভাল? ‘‘আবিরদা। নানা, সকলেই দেখতে ভাল। কিন্তু আবিরদা যেন একটু বেশিই। ভীষণ মার্জিত মনে হয়।’’ আর কার অভিনয় ভাল লাগে? ‘‘ঋত্বিকদা। বড্ড ভাল লাগে মানুষটাকে।’’ বাংলা ছবি ও সিরিজের মহিলা-গোয়েন্দা দময়ন্তী, থুড়ি তুহিনা দাসের টলিউড ‘ক্রাশ’ অভিনেতা ঋত্বিক চক্রবর্তী-ই। জন্মদিনে অকপটে স্বীকার করলেন অভিনেত্রী। আনন্দবাজার ডিজিটালের সঙ্গে তাঁর ভাল লাগা, মন্দ লাগা নিয়ে এ ভাবেই গল্পে মাতলেন তুহিনা। জানালেন, ‘ক্রাশ’-এর সঙ্গে পর্দায় প্রেম করার সুযোগও এসেছিল।
কিন্তু করোনা ‘কবাব মে হাড্ডি’ হয়ে দেখা দিল। সে ইচ্ছা কবে যে বাস্তব রূপ নেবে, তারই অপেক্ষায় এখন তিনি। ঋত্বিকের হাঁটাচলা থেকে কথা বলার ভঙ্গি, সবই যে ভাল লাগে এই টলি-নায়িকার। জানালেন, প্রিয় অভিনেতার সঙ্গে আলাপ হওয়ার পরে বুঝেছিলেন, মানুষ হিসেবেও তিনি বেশ আকর্ষণীয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.