বৃহস্পতিবার রাত
প্রথম আলো
প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ২১:৩৫
বৃহস্পতিবার রাত এলেই মনের মধ্যে একধরনের ভালো লাগা কাজ করতে শুরু করে। মনে মনে ছোটবেলার ছড়াটা আওড়াই।
‘আইজ হাফ
কাইল মাফ
পরশু দিন বাপরে বাপ’
এই ছড়াটার মানে হলো আমাদের শৈশবে বৃহস্পতিবার টিফিনের সময় স্কুল ছুটি দিয়ে দিত, শুক্রবার ছুটি থাকত আর শনিবার আবার পুরোদমে স্কুল শুরু হতো। গ্রামের ভাষায় আমরা বৃহস্পতিবারকে বলতাম ‘বিষ্যুদবার’ আর শুক্রবারকে বলতাম ‘শুক্কুরবার’। শুক্কুবারের আরও একটা মজার বিষয় ছিল।
- ট্যাগ:
- প্রবাস
- বৃহস্পতিবার
- শৈশব
- শৈশব কাল