কিডনি রোগীদের নিঃস্ব করছে ওষুধ : ডা. জাফরুল্লাহ
কিডনি প্রতিস্থাপন সহজ করতে ইরানের পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। কিডনি রোগীদের নিঃস্ব করছে ওষুধ এমন মন্তব্য করে তিনি বলেছেন, ‘সরকার চাইলেই তার দাম কমাতে পারে।’
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘ইরানে কিডনিদাতাকে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হয়। ব্যক্তির সাথে নয়, কিডনি বিনিময় রাষ্ট্রের সাথে হয় সেখানে। ফলে কোনো ধরনের পাচার হওয়ার সম্ভাবনা থাকে না।’