![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F81c97e68-490d-42d2-babf-f66458aa9a0a%252F_AS_6266.jpg%3Frect%3D0%252C0%252C6236%252C3274%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ভিসা নিয়েই কাঠমান্ডু যেতে হবে ফুটবল দলকে
নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে ১৮ মার্চ কাঠমান্ডু যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু আগেভাগেই নেপালে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টে বাংলাদেশ ও স্বাগতিক নেপালের সঙ্গে থাকছে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩। ২৩ মার্চ শুরু টুর্নামেন্টে তিন দল একে অন্যের সঙ্গে একবার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনাল খেলবে ২৯ মার্চ। সব ম্যাচই হবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে।