![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-81450281,imgsize-372095/pic.jpg)
বৃহস্পতিবার সোনা-রুপোর দাম কত? জানুন এক ক্লিকে...
business newsআন্তর্জাতিক বাজারে সোনার দাম ফের ঊর্ধ্বমুুখী। তার প্রভাব এসে পড়েছে ভারতেও।
বৃহস্পতিবারও কলকাতায় সোনার দাম বাড়ল। তবে রুপোর ক্ষেত্রে বৃদ্ধির অঙ্ক প্রতি কিলোগ্রামে 1,100 টাকা। এদিন বাজার বন্ধ হওয়ার সময় সোনা ও রুপোর দাম কী দাঁড়াল দেখে নেওয়া যাক।