You have reached your daily news limit

Please log in to continue


করোনায় হওয়া ধনী দান করলেন ৬০০ কোটি ডলারের শেয়ার

চীনা ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম জুমের প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান, কোম্পানিতে তাঁর অংশের এক-তৃতীয়াংশের বেশি শেয়ার দান করে দিয়েছেন। গত সপ্তাহে ইউয়ান এই ১ কোটি ৮০ লাখ শেয়ার গ্রান্টার রিটেইনড অ্যানুয়েটি ট্রাস্ট বা জিআরএটিকে হস্তান্তর করেন। জিআরএটির একজন ট্রাস্টি এরিক ইউয়ান। তবে কে এই শেয়ার গ্রহণ করলেন তা এখনো নির্দিষ্ট করে বলা হয়নি। জুমের এক মুখপাত্র জানান, ইউয়ান ও তাঁর স্ত্রীর গঠিত ট্রাস্টের নীতির আলোকেই এ স্থানান্তর করা হয়েছে। হস্তান্তরকৃত ওই শেয়ারগুলোর মূল্য ৬০০ কোটি ডলারের বেশি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন