![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/03/11/nona-110321-01.jpg/ALTERNATES/w640/nona-110321-01.jpg)
এলো 'পদ্মাপুরাণ’ চলচ্চিত্রের গান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ১৫:৫৮
পরিচালক রাশিদ পলাশের চলচ্চিত্র 'পদ্মাপুরাণ'-এর 'নোনা' শিরোনামে একটি গান প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় গানটি লাইভ টেকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান পরিচালক ।
- ট্যাগ:
- বিনোদন
- চলচ্চিত্র
- সিনেমার গান
- রাশিদ পলাশ