You have reached your daily news limit

Please log in to continue


ঐতিহাসিক ১১ মার্চ এবং বঙ্গবন্ধু

বাঙালির ভাষা আন্দোলনে ১৯৪৮ সালের ১১ মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিনের ধর্মঘটের মাধ্যমে আন্দোলন দানা বাধে ও বেগবান হয়- যার পরিপ্রেক্ষিতে তৎকালীন পূর্ববঙ্গের নাজিমুদ্দিন সরকার চুক্তি করতে বাধ্য হয় এবং আন্দোলনের প্রাথমিক বিজয় অর্জিত হয়। ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বিরোধী দলের পক্ষে কংগ্রেস থেকে নির্বাচিত সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির সঙ্গে বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহার করার দাবি জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন। ২৫ ফেব্রুয়ারি প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান প্রস্তাবটির বিপক্ষে তীব্র সমালোচনা করে তা নাকচ করে দেন। সেদিন গণপরিষদের কোনো বাঙালি সদস্য প্রস্তাবটির পক্ষে কথা বলেননি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন