গুগল–আমাজন কর দিতে চায়
গুগল ও আমাজনের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলোকে বাংলাদেশে কর পরিশোধের ভালো ব্যবস্থা তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছে প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) বাংলাদেশ। কারণ, প্রতিষ্ঠানগুলো এ দেশে ব্যবসাও করতে চায়, করও দিতে চায়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে গতকাল বুধবার অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় সংস্থাটি আরও বলেছে, যুগ এখন ডিজিটাল অর্থনীতির। বিদেশি কোম্পানিগুলো যাতে বাংলাদেশে ভালোভাবে কাজ করতে পারে, কর দিতে পারে এবং নিজ নিজ দেশে গিয়ে স্বচ্ছতা দেখাতে পারে, সে ব্যবস্থা তৈরি করতে হবে।