![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F7d8f8a60-326d-43f8-8933-12a6c9c708a1%252FDead_Body_2.png%3Frect%3D0%252C139%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। গতকাল বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম হারুন শেখ (৪৫)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার জুগিরবয়ড়া গ্রামের মৃত ওয়াহেদ আলী শেখের ছেলে। হারুন শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির দবিরের বাড়ির ভাড়াটে এবং তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।