পদ্মা নদীতে মাছ ধরায় কারেন্ট জাল ব্যবহার
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ হচ্ছে না। অবৈধভাবে মাছ শিকার বন্ধে মাঝেমধ্যে মৎস্য বিভাগ ও পুলিশ অভিযান চালায়। তবে কিছু সময় বিরতি দিয়ে পুনরায় একইভাবে নদীতে নেমে পড়েন জেলেরা।
গোয়ালন্দের চার ইউনিয়ন দৌলতদিয়া, দেবগ্রাম, উজানচর ও ছোটভাকলা ইউনিয়নের পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে। নদীতীরের অধিকাংশ পরিবারের প্রধান পেশা মাছ শিকার। প্রধানত কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে, যা বিক্রি ও ব্যবহার দুটোই নিষিদ্ধ। কারেন্ট জাল ব্যবহার করায় জাটকা ধরা পড়ছে। অনেকে কারেন্ট জালের সঙ্গে মশারি জাল (ঘন ও ছোট ছিদ্র) ব্যবহার করেন।