নোয়াখালীর কোম্পানীগঞ্জে আড়াই মাস ধরে চলা রাজনৈতিক বিতর্ক, উত্তেজনা, সংঘাতের পথ ধরে একজন সাংবাদিকসহ দুজনের প্রাণহানির পরও দলের নির্বিকার ভূমিকাকে অস্বাভাবিক বলছেন খোদ আওয়ামী লীগের বেশির ভাগ কেন্দ্রীয় নেতা। তাঁদের কয়েকজন এ ঘটনাকে দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতাও বলছেন।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা মনে করেন, সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে তৃণমূলের এই সংঘাত সহজেই সামাল দেওয়া যেত। কিন্তু দলের কোনো পর্যায় থেকেই কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কেন্দ্রীয়ভাবে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এই প্রশ্ন যেমন সাধারণ মানুষের, তেমনি এই সমস্যার সূত্রপাত যিনি করেছেন, সেই আবদুল কাদের মির্জাও প্রশ্ন তুলেছেন, দলের কেন্দ্রীয় নেতারা কেন কথা বলছেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.