![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F671c84b8-fc23-4308-b98b-5339b8591b6b%252FRANGPUR.jpg%3Frect%3D0%252C36%252C500%252C263%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
শুষ্ক মৌসুমে দুর্ভোগ বাড়িয়েছে ট্রাক-ট্রলি
রংপুরের তারাগঞ্জ উপজেলার বেলতলী-ঠাকুরপাড়া কাঁচা রাস্তাটির দৈর্ঘ্য সাড়ে তিন কিলোমিটার। সাতটি গ্রামের প্রায় চার হাজার মানুষ এ রাস্তা দিয়ে উপজেলা সদরে যাতায়াত করেন। তবে দুই মাস ধরে এ সড়ক দিয়ে নিয়মিত শতাধিক বালুবাহী ড্রাম ট্রাক যাতায়াত করায় ধুলা ওড়ে। এতে কাঁচা সড়কটি যেমন আরও বেহাল হয়েছে, তেমনি ধুলায় দুর্ভোগে পড়তে হচ্ছে আশপাশের বাসিন্দাদের।
শীত বিদায়ের পর মৌসুমের এই সময়টায় এমনিতেও প্রকৃতি বেশ শুষ্ক থাকে। দিনের বেলায় যখন সড়কটি দিয়ে বালুবাহী ট্রাক যায়, তখন ধুলায় চারপাশ ঢেকে যায়। সম্প্রতি এই সড়কে চলাচলকারী পথচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই মাস ধরে প্রতিদিন শতাধিক ট্রাক ও ট্রলি বালু বহন করে। এসব বালু আনা হয় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়বালা এলাকার যমুনেশ্বরী নদী থেকে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পথচারী
- ট্রাক
- ইঞ্জিনচালিত ট্রলি
- শুষ্ক