![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Fabff7549-9d5d-4f5c-b13c-f4fe1765e6a1%252FBBaria_DH1256_20210309_Sarail_Pic__07__09_03_21.jpg%3Frect%3D25%252C0%252C958%252C503%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কমিটি নিয়ে উত্তেজনা
ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি গঠন নিয়ে জেলা, কয়েকটি উপজেলা ও পৌর বিএনপিতে অস্থিরতা বিরাজ করছে। টাকার বিনিময়ে অযোগ্যদের দিয়ে কমিটি গঠন, আওয়ামী পরিবারের সন্তান ও বিবাহিতদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ উঠেছে। কমিটি থেকে বিএনপি ও ছাত্রদলের ১৯ জন পদত্যাগ করেছেন। জেলার কসবা, আখাউড়া ও সরাইলে এসব কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, মঙ্গলবার দুপুরে আখাউড়ার সড়ক বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর লিখিত বক্তব্যে ১৩ মার্চের মধ্যে কমিটি বাতিল না হলে কিংবা এ বিষয়ে কোনো ধরনের আশ্বাস না পেলে কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন। পাশাপাশি বিএনপির পাল্টা কমিটি গঠনের কথাও জানানো হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে