বসন্তেই ঝড়বে 'শ্রাবণের ধারা'
আকাশে মেঘের ঘনঘটা। বসন্তেই শ্রাবণের ধারার সাক্ষী হতে পারে মহানগরী। হাওয়া অফিসের মোরগ জানান দিচ্ছে, আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল তিলোত্তমা। এরই মাঝে আবহাওয়া অফিসের পূর্বাভাস খানিকটা হলেও স্বস্তির। যদিও এতে তাপমাত্রা খুব একটা কমবে না, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির কাছাকাছি। বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯৩ এবং ৬০ শতাংশ। হাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর কিংবা বিকেলেই বৃষ্টিপাত শুরু হতে পারে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- তাপমাত্রা
- বসন্ত
- ঝড়ো হাওয়া
- বৃষ্টিপাত