![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2018%252F09%252F24%252F143493ca6d8e623cd738bef3c7fe4cbf-5ba89c43cac9a.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.1)
করোনায় বেড়েছে কিডনি রোগীদের জীবনের ঝুঁকি
প্রথম আলো
প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ০৮:০০
করোনা মহামারি কিডনি রোগীদের পরিস্থিতি জটিল করেছে। দেশের এক গবেষণায় দেখা গেছে, করোনায় মারা যাওয়া ২৬ শতাংশ রোগী কিডনি রোগে ভুগছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের ব্যাপারে আরও যত্নবান হওয়া দরকার।
গত বছর মার্চে দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা অনেকটাই সংকুচিত হয়ে পড়ে। কোভিড-১৯ পরীক্ষার ফলাফল ছাড়া কিছু চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। এর ফলে কিডনি রোগীদের ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন অধিকাংশ ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। ঠিক সময়ে চিকিৎসা না পেয়ে অনেকের পরিস্থিতি খারাপ হয়। তবে মহামারির সময় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ১৩৫ জনের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।