স্মার্ট ফোনের ভালো-মন্দ
স্মার্ট ফোন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’-এর তথ্যমতে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার। সাশ্রয়ী মূল্য, আকর্ষণীয় সুবিধাদি ও সহজলভ্য হওয়ায় স্মার্ট ফোনের ব্যবহার ছড়িয়ে পড়ছে সমাজের উচ্চবিত্ত থেকে মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলোতে।
পূর্বে ফোন বলতে শুধু ভয়েস কল ও খুদে বার্তা পাঠানোর সুবিধাকে বোঝানো হতো। কিন্তু বর্তমানে এই সুবিধার পাশাপাশি দুই প্রান্তের ব্যবহারকারীকেও সামনাসামনি দেখা যায়। টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল সে সময় বলেছিলেন, ‘এমন এক সময় আসবে যখন মানুষ টেলিফোনে শুধু কথাই বলবে না, তারা দুজন পরস্পরকে দেখতেও পারবে।’ বর্তমানে গ্রাহাম বেলের এ ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছে। তার উল্লিখিত সেই টেলিফোন রূপান্তরিত হয়ে বর্তমানে স্মার্ট ফোন নামে পরিচিত।