বাহরাইন পুলিশের বিরুদ্ধে আটক বিক্ষোভকারীদের মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ
আরব দেশগুলোতে ২০১১ সালে গণতন্ত্রপন্থিদের যে আন্দোলন শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে তার প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়; যাদের মধ্যে কিশোররাও রয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে বুধবার পুলিশি হেফাজতে আটক ওই কিশোরদের উপর চরম নির্যাতন করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এবং লন্ডন ভিত্তিক বাহরাইন ইন্সটিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির (বিআইআরডি) পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, আটক বিক্ষোভকারীদের মধ্যে প্রায় ১৩ জনের বয়স ১১ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহে আটক করা হয়েছে।