আমতলীতে ড্রাম চিমনির পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
বরগুনার আমতলী উপজেলার পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার। বুধবার অভিযান পরিচালনা করেন তিনি। ফসলি জমিতে গড়ে তোলায় ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
জানা গেছে, বরগুনার আমতলী উপজেলায় নয়টি ড্রাম চিমনির ইটভাটা রয়েছে। এসব ইটভাটা জেলা প্রশাসকের ছাড়পত্র, কৃষি অফিসের প্রত্যয়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই তিন ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজর এড়িয়ে ১০ বছর ধরে এ ইটভাটাগুলো চালিয়ে আসছেন মালিকেরা।