You have reached your daily news limit

Please log in to continue


ছোট মির্জার সত্যবচন ও বসুরহাটে জোড়া খুন

বাংলাদেশের রাজনীতিতে এত দিন এক মির্জার সরব পদচারণ দেখেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব। কিন্তু সাম্প্রতিককালে আমরা আরও এক মির্জার আবির্ভাব লক্ষ করি। তিনি মির্জা আবদুল কাদের। নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র। তার চেয়েও বড় পরিচয় তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। বড় ভাই মির্জা পদবি ব্যবহার করেন না। ছোট ভাই করেন। এলাকার মানুষ তাঁকে ছোট মির্জা বলেই জানেন। চলতি বছর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ছোট মির্জা প্রচারমাধ্যমে চলে আসেন। এর আগেও তিনি দুই দফা নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ছিলেন। তখন তাঁকে নিয়ে খুব আলোচনা হয়নি। এবার এসেছেন সত্যভাষণের জন্য। যখন রাজনীতিতে মিথ্যার দৌরাত্ম্য চলছে, তখন তিনি কিছু অপ্রিয় সত্য কথা বলতে থাকেন। কেবল নোয়াখালী নয়, সারা দেশের মানুষই তাঁর এই সত্যবচনকে পছন্দ করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন