![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/03/10/190608_bangladesh_pratidin_mather-khulli.jpg)
মাটির ৮৫ ফুট নিচে ৫০০০ বছরের পুরনো খুলি!
বছর সাতেক আগে উত্তর ইটালির এক গুহায় একটি খুলির খোঁজ পান একদল অনুসন্ধানকারী। মাটির ৮৫ ফুট নিচে নেমে গেছে সঙ্কীর্ণ আঁকাবাঁকা পথ। দুর্গম সেই পথে নেমে খোঁজ মেলে রহস্যজনক ওই মানবখুলির!
এমন দুর্গম এক জায়গায় কীভাবে খুলিটি এলো? এসব জানতেই ২০১৭ সাল থেকে খুলিটি নিয়ে গবেষণার শুরু। এক প্রত্নতত্ত্ববিদের নেতৃত্বে ১২ জনের একটি দল গুহায় প্রবেশ করেন। প্রথমে তারা খুলিটি সঙ্গে করে আনেননি। পরে আবার গুহায় ঢুকে খুলিটি গবেষণাগারে নিয়ে আসেন। এবং পুরোদস্তুর গবেষণা আরম্ভ করেন।
- ট্যাগ:
- জটিল
- প্রত্নতত্ত্ব
- গুহা
- মাথার খুলি
- তথ্য অনুসন্ধান