ফুটবলার বের করতে পারলে হাতি দিয়ে সংবর্ধনা দেব : কাজী সালাউদ্দিন

জাগো নিউজ ২৪ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত: ১০ মার্চ ২০২১, ১৭:৫৫

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন যে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, সেই ‘জেলা ফুটবল লিগ কমিটি’র সভা হয়েছে বুধবার দুপুরে। বাফুফে ভবনে অনুষ্ঠিত এ সভায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) কর্মকর্তাদের হাতি দিয়ে সংবর্ধনার ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি। জেলার ফুটবল কর্মকর্তারা এমন কী কাজ করলেন যে তাদের এভাবে সংবর্ধনা দেয়ার ঘোষণা দিলেন বাফুফে সভাপতি? না, কোনো কিছু করেছে বলে নয়, কিছু করতে পারলেই বরং এই রাজকীয় সংবর্ধনা দেয়া হবে।

বাফুফে সভাপতি সভায় অভিযোগ করে বলেছেন, ‘আমি দেখেছি কোনো কোনো জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গণমাধ্যমে বক্তব্য দেন, তার জেলায় লিগ হয় না। আমার দিকে আঙুল তুলেই অভিযোগ করেন। কিন্তু সেই লিগ করা কিন্তু তাদেরই দায়িত্ব, বাফুফের নয়। ফিফা তো আমাদের লিগ আয়োজনের জন্য ১০০ টাকাও দেয় না। ফোরাম (বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ) নির্বাচনের সময় বেশি সক্রিয় থাকে, ফুটবল নিয়ে নয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও