‘মিষ্টি লাগিয়ে ছুরিকে গোলাপ ফুলে পরিণত করা যাবে না’
সংশোধন নয়, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো। তারা বলছে, এই আইন সংশোধন করে সরকার তার ‘অগণতান্ত্রিক চেহারা’ লুকাতে পারবে না। ছুরিতে মিষ্টি লাগিয়ে সরকার এটিকে গোলাপ ফুলে পরিণত করতে পারবে না।
আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) সভাপতি আল কাদেরী এ কথা বলেন।