![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F985b3c19-8308-4445-80c8-72519b1132e3%252Fghodsi.jpg%3Frect%3D0%252C10%252C1180%252C620%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ছয় মাস পর লেক থেকে সচল আইফোন উদ্ধার
ছয় মাস আগে নিজের আইফোনটি হারিয়েছিলেন ফাতেমে গদসি। তা-ও আবার আড়াই শ বর্গকিলোমিটারের এক লেকের তলায়। মাস ছয়েক পর মুঠোফোনে একটি এসএমএস পান, কেউ একজন তার ফোনটি খুঁজে পেয়েছেন। বিশ্বাস করার কথা নয়। বিশ্বাস তিনি করেনওনি। ভেবেছিলেন, নিশ্চয় কোনো বন্ধুর কাজ, মজা করছেন তাঁর সঙ্গে।
ফাতেমে থাকেন কানাডার ভ্যাঙ্কুভারে। হ্যারিসন লেক সেখান থেকে খুব দূরে নয়। একসময় তাঁর মনে হলো, ব্যাপারটা পরখ করে দেখা দরকার। সত্যিও তো হতে পারে। এসএমএসে বলা হয়েছিল, চিলিওয়াক নামের জায়গা থেকে ফোন সংগ্রহ করতে হবে। সেখানে গেলেন।