![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frobi-20210310155946.jpg)
হিলিতে অবৈধভাবে প্রবেশের সময় যুবক আটক
অবৈধভাবে প্রবেশের সময় রবিউল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে স্টেশনের পেছনের সীমান্ত থেকে বুধবার (১০ মার্চ) ভোর সাড়ে ৭টায় তাকে আটক করা হয়। আটক রবিউল হাকিমপুর উপজেলার বালুচর গ্রামের হাসান আলীর ছেলে। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মাদক মামলা
- যুবক আটক
- অবৈধ প্রবেশ