![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F1d002111-ccd4-4207-a6a3-f96198109a34%252F4.PNG%3Frect%3D21%252C0%252C918%252C482%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সাম্যের প্রশ্নে পরিবারের শিক্ষা গুরুত্বপূর্ণ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলো অনলাইনের উদ্যোগে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান ‘তাহার কথা’। নিবেদক ‘লিনা’স থাউজেন্ড থিংস’। খায়রুল বাসারের সঞ্চালনায় প্রথম পর্বে অতিথি ছিলেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এবং বিজ্ঞাপনচিত্র নির্মাতা সাবরিনা আইরিন। অনুষ্ঠানটি ৮ মার্চ প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়।
প্রথমে অতিথিদের কাছে নারী দিবস উপলক্ষে তাঁদের ভাবনার কথা জানতে চাওয়া হয়। প্রীতি চক্রবর্তী বলেন, ‘নারী দিবস এলে আমাদের যেন একটু কদর বেড়ে যায়। যেভাবেই হোক না কেন কদর বাড়াটাই হলো মূলকথা। আমরা সব সময় সমতার কথা বলি। কিন্তু আমি বলি না। আমি মনে করি, আমার মেধা ও যোগ্যতা যদি থাকে, তাহলে অটোসিস্টেমেই আমি সমতা বা ইকুয়ালিটিতে আপগ্রেডেড হব। এ বছরের নারী দিবসের থিম হচ্ছে “চুজ টু চ্যালেঞ্জ”।