![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/0-2103100705.jpg)
পেঁয়াজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
ঝিনাইদহে এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। মাঠ থেকে পেঁয়াজ বাড়িতে এনে কাটা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা সহ বাজারজাত ও ঘরে রাখার ধুম পড়েছে।
যেন হাসছে পেঁয়াজ, বাজারদরও যাচ্ছে ভালো তাই হাসি ফুটেছে কৃষকের মুখেও। প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে। প্রতি ১ বিঘা জমি থেকে কৃষকেরা কমপক্ষে ১২০ মণ করে পেঁয়াজ ঘরে তুলছেন।