
দীর্ঘদিনের বৈষম্য ও সম্পদবঞ্চনায় নারীর আর্থসামাজিক ভিত্তি এমনিতেই দুর্বল ছিল। অতিমারি সেই দুর্বল দশাকে দুর্বলতর করেছে। বিশেষ করে টিউশনি কিংবা খণ্ডকালীন বিপণনের মতো অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত বহু নারীকে এই সময়ে বেকারত্ব বরণ করতে হয়েছে।
- ট্যাগ:
- মতামত
- নারীর প্রতি বৈষম্য
- করোনার প্রভাব