শহীদ ক্যাপ্টেন মাহমুদের স্মৃতি মোটরসাইকেল
ক্যাপ্টেন মাহমুদ হোসেন আকন্দের পরিণতি কখনোই জানতে পারেনি পরিবার। দিনের পর দিন কেটে যায়, কোনো খবর মেলেনি, চোখের পানিতে ভেসে যায় মায়ের বুক, স্ত্রীর চোখে অবিরাম অশ্রুধারা।
শহীদ মাহমুদ হোসেন আকন্দের মা বেগম জেবুন্নেসা লিখেছেন, ‘আমি ক্ষতবিক্ষত ভগ্নহৃদয়ে শুধু ধরে রেখেছি মাহমুদের বিমূর্ত স্মৃতি আর প্রহর গুনছি কবে, কখন, কোথায় মাহমুদের সঙ্গে আমার দেখা হবে (স্মৃতি: ১৯৭১, সম্পাদনা রশীদ হায়দার, বাংলা একাডেমি, পুনর্বিন্যাসকৃত দ্বিতীয় খণ্ড ।)’
মাহমুদ আর ঘরে ফেরেননি। বর্বর পাকিস্তানি ঘাতক সেনারা তাঁকে প্রথমে পরিবার থেকে আলাদা করে রাখে, তারপর পাকিস্তানে পাঠানোর নামে কোথায় নিয়ে গেছে, কারও জানা নেই। মাহমুদ হোসেন ১৯৭১ সালে কর্মরত ছিলেন চট্টগ্রাম সেনানিবাসে।