চারদিক শব্দহীন চা-বাগানের উঁচু–নিচু বেশ কয়েকটি টিলায় চায়ের গালিচা। মাথার ওপরে নীল আকাশ। আকাশের সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। তার প্রতিচ্ছবি ফুটে উঠছে নিচের লেকের পানিতে। আর লেকের পানিতে ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে অতিথি পাখি। চারপাশে যত দূর চোখ যায়, ছোট-বড় পাহাড়ি টিলা ঢাকা চা-বাগান। এরই মধ্যে টলটলে পানির অপরূপ লেক। চা-বাগানের শ্রমিকদের কাছে যে লেকের নাম ‘বিসলার বান’। তবে এর প্রকৃত নাম হলো ক্যামেলিয়া লেক।
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে ব্রিটিশ কোম্পানি ডানকান ব্রাদার্সের মালিকানাধীন শমশেরনগর চা-বাগানে দৃষ্টিনন্দন এ লেকের অবস্থান। এ বাগানের আয়তন প্রায় ৪৩২৬ দশমিক ৪৭ একর। চা-বাগানগুলোতে সাধারণত শুষ্ক মৌসুমে ছাঁটাই করা চা-গাছে পানি সেচের জন্য চা-বাগানের মধ্যে ছোট-বড় লেক দেখতে পাওয়া যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.