কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোম্পানীগঞ্জে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশত

ডেইলি স্টার কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ২১:৫২

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মেয়র আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকরা দফায় দফায় সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়। এই ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনিসহ অর্ধশত মানুষ আহত হয়েছেন।

সংঘর্ষের সময় পৌর এলাকার বিভিন্ন জায়গায় ককটেলের বিষ্ফোরণ, গাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়। পরে লক্ষ্মীপুর থেকে র‌্যাব-১১ এর একটি দল, জেলা গোয়েন্দা পুলিশ ও দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখার সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বসুরহাট রূপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের ওপর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় রূপালী চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও