ভোটের মুখে ভাঙড়ে ফের বোমা উদ্ধার

এইসময় (ভারত) দক্ষিণ চব্বিশ পরগণা প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ২১:৩১

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) কাউন্টডাউন শুরু বাংলায়। ভোটমুখী বাংলায় ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে প্রায় ২০০ তাজা বোমা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেও ভাঙড় এলাকা থেকে বোমা উদ্ধার করেছিল পুলিশ। ভাঙড়ের সিতুরি গ্রামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করে পুলিশ। আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির মশলাও উদ্ধার করে ভাঙড় থানার পুলিশ। জানা যায়, ঘটনায় মূল অভিযুক্ত পলাতক, গ্রেফতার করা হয়েছে তার বাবাকে। অভিযুক্ত একজন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) কর্মী বলেও স্থানীয় সূত্রে জানা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও