ডিজিটাল আইন বাতিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে হবে
অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও লেখক মুশতাক আহমেদ হত্যার বিচার এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
বাম জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদ (মার্কসবাদী)’র আ ক ম জহিরুল ইসলাম, বাসদ-এর খালেকুজ্জামান লিপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, ইউসিএলবি’র নজরুল ইসলাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভুইয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক প্রমূখ।