মিয়ানমারের ২৬ বছর বয়সী নারী খাইন মার নিউ একজন গার্মেন্টস-কর্মী। তাঁর সন্তান আছে। ইয়াঙ্গুনে পোশাক তৈরির একটি কারখানায় কাজ করে তাঁর দিন যাচ্ছিল। কিন্তু সবকিছু বদলে যায় গত ১ ফেব্রুয়ারি। সেদিন মিয়ানমারের সেনাবাহিনী দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকার উৎখাতের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয়। এই ঘটনার পর থেকে দেশটিতে সামরিক জান্তার বিরুদ্ধে টানা বিক্ষোভ করছেন নানা শ্রেণি-পেশার গণতন্ত্রপন্থী জনতা। এই দলে খাইনও আছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, গণতন্ত্রের দাবিতে খাইন প্রায় এক মাস ধরে তাঁর সহকর্মীদের সঙ্গে বিক্ষোভে অংশ নিচ্ছেন। বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ করছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। জীবনের ঝুঁকি নিয়েই তিনি ও তাঁর সহকর্মীরা বিক্ষোভে অংশ নিচ্ছেন। মিয়ানমারে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.