রংপুরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী ধর্ষণের মামলায় মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক এএসআই রাহেনুলসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পিবিআই। মামলা দায়েরের চারমাস পর মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে পৃথকভাবে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এবং মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।