ছাত্রের বানানো ‘বোমা’ ফেটে গেল শ্রেণিকক্ষে
যুক্তরাষ্ট্রের মিশিগানে মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্র ‘বোমা’ বানিয়েছিল বাড়িতে। সেটা সে নিয়ে এসেছিল বিদ্যালয়ে। এরপর শ্রেণিকক্ষের মধ্যে দুর্ঘটনাবশত ফেটে গেছে বিস্ফোরকটি। এতে ওই ছাত্র ও তার চার সহপাঠী আহত হয়েছে। সিএনএনের খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। মিশিগানের পুলিশ এক টুইটে জানায়, শ্রেণিকক্ষে বিস্ফোরণের খবর পেয়ে সকাল ৮টা ৫২ মিনিটে পশ্চিম-মধ্য মিশিগানের নিওয়েগো হাইস্কুলে যায় পুলিশ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ বলেছে, ১৬ বছর বয়সী ওই ছাত্রের তৈরি বিস্ফোরকটি দুর্ঘটনাবশত ফেটে গেছে। বাড়িতে বানানো বিস্ফোরকটি শ্রেণিকক্ষে নিয়ে এসেছিল সে।