You have reached your daily news limit

Please log in to continue


আঁতুড়ঘরে মরল না মশা

আঁতুড়ঘরেই মশা মেরে ফেলার চেষ্টায় সফল হতে পারল না ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মশার চিহ্নিত বড় বড় প্রজননক্ষেত্রের পানিতে সাড়ে চার মাস আগে ওষুধ ডুবিয়ে রেখেছিল ডিএনসিসি। উদ্দেশ্য ছিল, পানিতে থাকা লার্ভা নষ্ট করে মশার বংশ বৃদ্ধি ঠেকানো। ডুবন্ত সেই ওষুধ কাজ করলে এখন মশা থাকত কম। শান্তিতে থাকত নগরবাসীর। কিন্তু মানুষ বলছে, তারা এখন মশার যন্ত্রণায় অতিষ্ঠ। নোভালুরন নামের বিশেষ ওই ওষুধের কার্যকারিতা নিয়ে শুরুতেই প্রশ্ন তুলেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা ও কীটতত্ত্ব বিভাগের দুই শিক্ষক। অবশ্য ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান তাঁদের সঙ্গে দ্বিমত করে বলেছে, ঠিক জায়গায়, ঠিক মাত্রায় ব্যবহার না করায় ওষুধের উপকার পাওয়া যায়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন