![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2021/03/09/image-400056-1615231732.jpg)
স্বাধীনতার পাঁচ দশকের বৈদেশিক নীতি
কোনো রাষ্ট্র নিজের প্রয়োজন, আকাঙ্ক্ষা পূরণ, জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে সংগতি রক্ষা, জাতীয় নীতি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ এবং নিজের অর্থনীতি বিকাশের প্রয়োজনে তার বৈদেশিক নীতি পরিচালনা করে থাকে। এ ক্ষেত্রে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে জাতীয় স্বার্থই প্রাধান্য পায় বেশি। তাই জাতীয় স্বার্থকে সামনে রেখেই বাংলাদেশ তার বৈদেশিক নীতি পরিচালনা করে আসছে। চলতি মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে।
১৯৭১-২০২১ সময়সীমায় বাংলাদেশে একাধিক সরকার ক্ষমতায় এসেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী সরকার গঠিত হয়েছিল, আর যখন দেশটির ৫০ বছর পূর্ণ হচ্ছে, তখনও আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায়। দীর্ঘ ৫০ বছরের সময়সীমায় বিভিন্ন সরকার ক্ষমতায় থাকলেও তাদের দৃষ্টিভঙ্গির মাঝে পার্থক্য আছে সন্দেহ নেই। কিন্তু মূল ইস্যুতে তাদের মাঝে কোনো পার্থক্য নেই।