সিরাজগঞ্জে যমুনার প্রান্তর এখন মরুভূমি
শুষ্ক মৌসুমে যমুনায় এখন আর পালতোলা নৌকা অথবা যান্ত্রিক নৌকা চলাচল করে না। যমুনার প্রান্তর যেনো এখন মরুভূমি। ধু-ধু বালুচর। পালতোলা নৌকার বদলে এখন যমুনার বুকে চলাচল করে গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ি। যান্ত্রিক নৌকার বদলে চলে নছিমন, করিমন অথবা ভটভটি। এসবই হলো বিশ্বের উন্নত দেশগুলো থেকে মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের ফল।
অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে বাংলাদেশের ঋতুবৈচিত্র্যের পরিবর্তন ঘটেছে। বর্ষা মৌসুমে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। গ্রীষ্মে অস্বাভাবিক গরমে তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের মাটি। এরপর গ্রিন হাউজ গ্যাস বৃদ্ধি পাওয়ায় দেশের উত্তরাঞ্চলে এখন মরু প্রক্রিয়া শুরু হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঋতু
- মরুভূমি
- যমুনা নদী
- ঘোড়ার গাড়ি