আগুন লাগলে কী করবেন না, তা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেন দমকলকর্মীরা। লিফ্টে না ওঠার পরামর্শও প্রায়শই দিয়ে থাকেন তাঁরা। কিন্তু নিউ কয়লাঘাটে রেলভবনের আগুনের উৎস খুঁজতে কেন লিফ্টে করে গেলেন দমকলকর্মীরা? এ ভাবে যাওয়ার জন্য কে বা কারা নির্দেশ দিয়েছিলেন তাঁদের? মৃত ৫ দমকলকর্মীর যথাযথ প্রশিক্ষণের অভাব ছিল? রেলভবনে সোমবারের আগুনে ৫ দমকলকর্মীর মৃত্যুর পর এই প্রশ্নগুলি উঠছে। ঘটনা নিয়ে চাপানউতর চলছে খোদ দমকলের অন্দরে। মুখ না খুললেও ক্ষোভে ফুঁসছেন মৃতদের সহকর্মীরা। তবে দমকলের আধিকারিকরা এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। এই সব অপ্রিয় প্রশ্ন শুনলেই এড়িয়ে যাচ্ছেন তাঁরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.