ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র আর স্থানীয় সাংসদের ছেলের মধ্যে বিরোধ চরমে উঠেছে। এর মধ্যেই দুই পক্ষ সংঘাতে জড়িয়েছে। গতকাল সোমবার মেয়রের সমর্থকেরা পৌর শহরে আধা বেলা হরতাল পালন করেছেন। স্থানীয় লোকজন বলছেন, দুই মহারথীর রণে গৌরীপুরে উত্তেজনা বিরাজ করছে। মানুষ আতঙ্কে রয়েছেন।
দলীয় সূত্র জানায়, গত ১৭ অক্টোবর গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে হত্যা করে দুর্বৃত্তরা। মূলত এ হত্যার পর থেকেই সাংসদের ছেলে ও মেয়রের মধ্যে বিরোধের শুরু হয়। মাসুদুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এ কারণে মাসুদুর হত্যাকাণ্ডে সৈয়দ রফিকুলের সম্পৃক্তা রয়েছে বলে অভিযোগ আনা হয়। মেয়রের অভিযোগ, রাজনৈতিক বিরোধীদের ইন্ধনে মামলায় তাঁকে আসামি করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.