![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F119b1fed-ec3b-4e24-8562-53ff8dbf61f5%252FFilm_info_08_03_2021_Binodon_Online_.png%3Frect%3D283%252C0%252C3806%252C1998%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-02%252F0c4584f0-e7e8-4bb4-b8a6-ad23e46b76d3%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ব্যস্ততা বাড়ছে তাঁদের
প্রথম আলো
প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ১০:৫৯
করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এরই মধ্যে কিছুটা প্রাণচাঞ্চল্যও ফিরেছে ঢাকার চলচ্চিত্রে। হঠাৎ করেই বেড়ে গেছে সিনেমা নির্মাণ। শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ছেন বসে থাকা অনেক অভিনয়শিল্পী। এমনকি মহামারির আগেও যাঁদের হাতে তেমন কাজ ছিল না, ‘নতুন স্বাভাবিক’ সময়ে যেন তাঁদের ভাগ্যের পালে হাওয়া লেগেছে।
নতুন নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। সেসবের কাজেই ব্যস্ত হয়ে পড়েছেন উঠতি আর অপেক্ষমাণ সব অভিনয়শিল্পী। তাঁদের অনেকে সিডিউল মেলাতেই হিমশিম খাচ্ছেন। সেই তালিকার শুরুতেই আছেন আঁচল।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা
- ছবি নির্মাণ
- ব্যস্ত সময় পার