ফের টিকা রপ্তানি আটকাতে পারে ইইউ
ইটালির পাশে দাঁড়ালেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন। জানিয়ে দিলেন, গত সপ্তাহে ইটালি যে ভাবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অস্ট্রেলিয়ায় রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল, ইইউ তাকে পূর্ণ সমর্থন করে। প্রয়োজনে ভবিষ্যতে ফের এমন কাজ করা হবে। কারণ, অ্যাস্ট্রাজেনেকা যে পরিমাণ টিকা ইউরোপীয় ইউনিয়নকে দেবে বলেছিল, বাস্তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। ফলে এবার টিকা দেওয়ার ক্ষেত্রে ইউরোপকে অগ্রাধিকার দিতে হবে।
ইটালিতে মার্কিন-সুইস সংস্থা অ্যাস্ট্রাজেনেকার একটি কারখানা আছে। গত সপ্তাহে সেখান থেকে অস্ট্রেলিয়ায় আড়াই লাখ টিকা পাছানো হচ্ছিল। কিন্তু ইটালির সরকার তা আটকে দেয়। ইউরোপীয় আইন অনুযায়ী ইইউ অন্তর্ভূক্ত কোনো দেশ এ কাজ করতে পারে। তবে তার আগে ইইউ-র কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নিয়েই ইটালি ওই কাজ করেছিল। সোমবার উরসুলা জানিয়েছেন, ইটালি যা করেছে, তাতে কোনো ভুল নেই। প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলিও একই কাজ করতে পারে।